UsharAlo logo
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান বধের পর এবার ভারতকে হারাতে চান শরিফুল

usharalodesk
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে ২-০ ব্যবধানে। এমন অর্জনে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। আসন্ন সিরিজ সামনে রেখে এবার লক্ষ্যটা তাই ভারতকে হারানো। যেই লক্ষ্যের কথা অকপটে জানিয়েছেন শরিফুল।

প্রতিপক্ষ ভারত নামেভারে শক্তিশালী প্রতিপক্ষ হলেও আত্মবিশ্বাস রাখছে বাংলাদেশ। ভারতকে তাদের মাটিতে হারিয়েই এবার বিশ্ব ক্রিকেটে আগমনী বার্তা দিতে চান বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবির মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শরিফুল জানালেন সে কথায়।

শরিফুল বলেন, ‘পাকিস্তানের চেয়ে অভিজ্ঞতায় ভারত এগিয়ে। ওরা বড় দল। আমার মনে হয়, বড় দলের সঙ্গে যদি আমরা ভালো করি, তাহলে বিশ্বব্যাপী সবাই আমাদের দিকে নজর দেবে। আমাদের খেলা দেখবে। আমাদের চেষ্টা থাকবে, যেন ভালো খেলতে পারি। যেভাবে অনুশীলন করছি, তা মাঠে কাজে লাগাতে চাইব। আমরা যাতে জয় দিয়ে শুরু করতে পারি, সেই চেষ্টা থাকবে। একটা ভালো সিরিজ শেষ করেছি, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে।’

এবারের ভারত সফরে বাংলাদেশ ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। যা সামনে রেখেই এখন কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল।

ঊষার আলো-এসএ