UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পালিয়ে আসা ৯ রোহিঙ্গা সন্দ্বীপে আটক

usharalodesk
জুন ১৮, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপাের্ট : ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ জন রোহিঙ্গাকে সন্দ্বীপ উপজেলার পশ্চিম মুছাপুর সুইস গেইট থেকে আটক করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০টায় স্থানীয় লোকজন রোহিঙ্গাদের আটক করে।
তাদেরকে আটক করে স্থানীয় লোকজন সন্দ্বীপ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রোহিঙ্গাদের থানায় নিয়ে যায়। আটক ৯ রোহিঙ্গাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন মহিলা, ৩ জন শিশু রয়েছে। এ নিয়ে পঞ্চম ধাপে মোট ৩৯ জন রোহিঙ্গা সন্দ্বীপের স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে ।
সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খান জানান, খবর পেয়ে ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা আটক করি থানায় নিয়ে আসি। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
(ঊষার আলো-এমএনএস)