UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাসপোর্ট সূচকে ৮ ধাপ পিছাল বাংলাদেশ

usharalodesk
জুলাই ৬, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শক্তিশালী পাসপোর্ট সূচকে ৮ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৬ জুলাই) প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য জানা যায়।

গ্লোবাল সিটিজেনশিপ ও রেসিডেন্সি পরামর্শক লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনার্স প্রতি বছর পাসপোর্ট সূচক প্রকাশ করে। ভিসা ছাড়া কোন পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করেই এই সূচক তৈরি করা হয়। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে সংগৃহীত আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়ে থাকে।

২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। চলতি বছর সেই অবস্থান থেকে ৮ ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে। বর্তমান সূচক অনুযায়ী, আগাম ভিসা ছাড়া মোট ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে লেবানন ও সুদান। দক্ষিণ এশিয়ার ৩ দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ এবং আফগানিস্তান ১১৬তম অবস্থানে রয়েছে।

আর তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার ৩ দেশ। প্রথম অবস্থানে রয়েছে জাপান, দ্বিতীয়তে সিঙ্গাপুর ও তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

(ঊষার আলো-এফএসপি)