UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ের ঢালে পড়ে ছিল কৃষকের গুলিবিদ্ধ মরদেহ

ঊষার আলো
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :রাঙ্গুনিয়ার পদুয়া ত্রিপুরা সুন্দরী এলাকা থেকে সুমন দাশ (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাটানা পাহাড়ের ঢাল সংলগ্ন কৃষি জমি থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন দাশের বাড়ি বাঁশখালী উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে বসবাস করতেন। সেখানে তিনি কৃষিকাজ করতেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পাহাড়ের জমিতে সবজি ও পান চাষ করেছিলেন কৃষক সুমন দাশ। রাতে সেখানে পাহারা দিতে অবস্থান করতেন সুমন। কিন্তু রাতে অবস্থান না করার জন্য সন্ত্রাসীরা নিষেধ করেছিল। এছাড়াও একাধিকবার হুমকি-ধমকি দিয়ে সতর্ক করেছিল।

গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা পাহাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে নিহত সুমন দাশের জমি থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ