UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মোটরবাইকের চাপায় নিহত মাদ্রাসা ছাত্র

pial
জুন ৪, ২০২২ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মো. আবু তালহা নামে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্র মোটরবাইক চাপায় নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুন) রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তালহা উপজেলার ২ নং নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা ও ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে। সে ভাণ্ডারিয়া বন্দর তাফসির ময়দান সংলগ্ন নুরানি মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, তালহা চাচার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বের হলে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি মোটরবাইকের নিচে চাপা পড়ে। এই সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় তালহা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার কথা হয়। কিন্তু বরিশাল যাওয়ার পথেই মারা যায় তালহা।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইন চার্ মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঊষার আলো-এসএইস)