UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

koushikkln
মার্চ ২৪, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আরাফাত কাউখালীর আসপর্দ্দি গ্রামের মৃত আজিজুর রহমান খান এর ছেলে।সে ঢাকায় বি ও বি টি প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় কাউখালী শ্রী গুরু কেন্দ্রীয় আশ্রম সড়কের আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গাড়ি দ্রুত গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরাফাত গুরুতর আহত হয় এবং মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়।
গুরুতর আহত আরাফাতকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।