UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিসিবির কড়া সমালোচনায় হাফিজ

ঊষার আলো
ডিসেম্বর ১৮, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রশাসনিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

লাহোরে খাজা ইফতিখার আহমেদ মেমোরিয়াল টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে, হাফিজ বিদেশি কোচ নিয়োগসহ বারবার পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার বিশ্বাস, বোর্ডের মধ্যে সমস্যা রয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

হাফিজ বলেছেন, বোর্ডে প্রশাসনিক সমস্যা রয়েছে।  বিদেশি কোচ নিয়োগসহ বারবার কোচ পরিবর্তন জটিলতার দিকে নিয়ে যাচ্ছে।  এই বিষয়ে পিসিবির নেওয়া কিছু সিদ্ধান্তে আমি হতাশ।

কোচ গ্যারি কার্স্টেন এবং জেসন গিলেস্পির পদত্যাগ প্রসঙ্গে হাফিজ বলেন, এই কোচদের আনা হলে তাদের চুক্তি সম্পন্ন হওয়া উচিত ছিল। যেভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে তা বেদনাদায়ক । এটা পাকিস্তান ক্রিকেটের জন্য উপযুক্ত নয়।

সাবেক অধিনায়ক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে পাকিস্তানের অবস্থানে দৃঢ় থাকার গুরুত্বের উপরও জোর দিয়েছেন।  তিনি বলেন, অতীতে বেশিরভাগ পিসিবি প্রধান তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারেনি।  হাফিজের বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি কোনও ইউ-টার্ন নেবেন না।

হাফিজ যোগ করেছেন, আমি আশা করি পিসিবি ভারতীয় দলের পাকিস্তান সফরে অস্বীকৃতির বিষয়ে দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে এবং তাদের সিদ্ধান্তে অটল থেকে জাতিকে আনন্দ দেবে।

ঊষার আলো-এসএ