UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিসিবি’র নতুন চেয়ারম্যান রমিজ রাজা

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা। এহসান মানির পর পিসিবির দায়িত্ব নিলেন তিনি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ। সোমবার একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিসিবি। ইমরান খানের অধিনায়কত্বে ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি।

রমিজ পিসিবির ৩৬তম চেয়ারম্যান। অবসরপ্রাপ্ত বিচারক শেখ আজমত সাঈদ নির্বাচনটি পরিচালনা করেন।

নির্বাচিত হয়ে রমিজ জানান, ‘আমাকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ। পিসিবির চেয়ারম্যান হিসেবে আপনাদের সাথে কাজ করতে মুখিয়ে রয়েছি। মাঠ ও মাঠের বাইরে পাকিস্তান দলকে শক্তিশালী হিসেবে গড়ে তোলাই আমার আসল কাজ।

(ঊষার আলো-এফএসপি)