UsharAlo logo
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পুত্রসন্তানের বাবা হলেন সাকিব

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে গতকাল (১৫ মার্চ) সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের তৃতীয় সন্তান।

সাকিবের প্রথম দু’সন্তান মেয়ে। এবার দুই বোন পেল ভাইয়ের দেখা। নবজাতক ও সাকিবের স্ত্রী-দুজনই সুস্থ আছেন। বর্তমানে সাকিব পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। তিনি সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি ।

তৃতীয় সন্তান আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সাকিব প্রথম দেন গত ১ জানুয়ারি এক পোস্টে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তাঁর ও স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, শিশির সন্তানসম্ভবা যাতে বোঝা যাচ্ছিল। সাকিব তাঁর পোস্টে লিখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।’

অবশেষে নতুন বছরের সেই অতিথি এল। তার আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন সাকিব। এরাম হাসান রাখেন মেয়ের নাম। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম হয়েছিল ২০১৫ সালে।

(ঊষার আলো-এফএসপি)