UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুরুষ সেজে প্রেমের প্রতারণায় ধরা যশোরের তরুণী

koushikkln
মে ২০, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোরে ফারহানা আক্তার স্নেহা (১৮) নামে এক তরুণীকে পুরুষ সেজে প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। তিনি যশোর শহরের লোন অফিসপাড়ার শাহাজান আলীর মেয়ে।

শুক্রবার (২০ মে) সকালে যশোর শহরের দড়াটানা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছে। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি হাবিবুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে মোবাইল ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে তাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেফতার করে।

স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে তিনি জানান। মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।