UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশকে গরমেও ফুলহাতা শার্ট পরার নির্দেশ

ঊষার আলো
এপ্রিল ৬, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা পরিস্থিতি অবনতির কারণে পুলিশ সদস্যদের আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। গত রবিবার (৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

প্রায় দেড় বছর পর গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের একটি আদেশে পুলিশের সকল সদস্যদের গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়, ১৬ মার্চ থেকে যা কার্যকর হয়।

নতুন আদেশটিতে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের জন্য নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়ার অবস্থা বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন।

কিন্তু চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফহাতা শার্ট পরার নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে সেটি অবহিত করতে হবে।

(ঊষার আলো-এফএসপি)