UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অভিযানে ৪০০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ, আটক ৩

ঊষার আলো ডেস্ক
মে ৬, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

কেএমপি, লবণচরা থানার একটি আভিযানিক দল লবণচরা থানাধীন হরিণটানা সাকিনস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, ০৬ মে দক্ষিণ হরিণটানার জনৈক মঞ্জুরুল আলম এর ফার্মের গেটের সামনে পাকা রাস্তার উপর হতে

মোঃ ফেরদৌস সরদার মিঠুন (২৪), পিতা-মোঃ মনিরুজ্জামান মানিক, সাং-চর চিনাখড়া, শিবরামপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা, নাহিদ শিকদার (২৫), পিতা-মৃত সোলায়মান শিকদার, সাং-মাকরাইল, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, নাইম হোসাইন (২২), পিতা-মৃত মোতাহার হোসেন, সাং-চর চিনাখড়া, থানা-সুজানগর, জেলা-পাবনাদের’কে ৪০০ (চারশত) বস্তা অবৈধ ভারতীয় চিনি সহ গ্রেফতার করে।

এ সংক্রান্তে লবণচরা থানায় মামলা নং-০৭, তারিখ-০৬/০৫/২০২৪ খ্রিঃ, ধারা- The Special Power Act, 1974 Gi 25 B(1)(b) /25D রুজু করা হয়েছে।