UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ৩৬৫ এসআই বদলি

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের কর্মকাণ্ডে গতি ফেরাতে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে কর্মরত ৩৬৫ জন উপপরিদর্শককে (এসআই) একযোগে বদলি করা হয়েছে। সেই সঙ্গে বদলি হওয়া কর্মকর্তাদের পদায়ন কার্যক্রম চলমান রয়েছে। ফলে বদলি ও পদায়নে কর্মমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুলিশের ভেতরে-বাইরে।

গত ২১ সেপ্টেম্বর পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এসব কর্মকর্তাদের বদলির আদেশ দেওয়া হয়।  মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ড. মো. আশরাফুর রহমান এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বদলি একটি চলমান প্রক্রিয়া। দীর্ঘদিন একই রেঞ্জ ও জেলায় কর্মরত থাকা পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ‍্যে তাদের নতুন অন‍্য রেঞ্জে পদায়ন করার কার্যক্রম চলমান আছে। মূলত পুলিশের কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই বদলি ও পদায়ন কার্যক্রম চলছে।

ময়মনসিংহ জেলার ১৪৭ জন, নেত্রকোনার ৯৭, জামালপুরের ৮০ এবং শেরপুর জেলার ৪১ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।