UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ দেখে পালালো চালক, গাড়ি থেকে বিদেশি মদ উদ্ধার

usharalodesk
মার্চ ৩০, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কার থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর চারটার দিকে জিপিএইচ ইস্পাত কারখানার গেইটের সামনে থেকে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ভোরে পুলিশের পেট্রোল টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার (রেজি. নম্বর ঢাকা মেট্রো গ ১১-৩৭৫৫) থামানোর জন্য সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে জিপিএইচ ইস্পাত গেইটের সামনে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।

ঊষার আলো-এসএ