UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পেজার বিস্ফোরণের দায় স্বীকার করল ইসরায়েল

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসরায়েল। রোববার (১০ নভেম্বর) ইসরায়েল সরকারের মুখপাত্র ওমর দোস্তরি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।

হিজবুল্লাহর সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এই পেজারগুলো ব্যবহার করত। এএফপির প্রতিবেদনে বলা হয়, লেবাননে পেজার বিস্ফোরণের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনুমোদন দিয়েছিলেন।

ওমর দোস্তরি বলেন, ‌‘নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, লেবাননে পেজার বিস্ফোরণের বিষয়ে তার অনুমতি ছিল।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে লেবাননে পেজার বিস্ফোরণে ৪০ জন ‍নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান।

২০২২ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করে। তাদের হামলার মূল লক্ষ্য দক্ষিণ লেবানন এবং সীমান্তে এই গোষ্ঠীটির লড়াইয়ের সমক্ষমতা দুর্বল করে দেওয়া।