ঊষার আলো রিপোর্ট : প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজশাহী তাঁর বাসভবনে রাত্রীসাড়ে নয়টায় তিনি মৃত্যু বরণ করেছেন। প্রখ্যাত এ কথা সাহিত্যিক বেশকিছু দিন ধরে অসুস্থ অবস্থায় বাসায় ছিলেন। তার আগে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতা করেছেন। ২০০৪ সালে অবসর নেওয়ার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসন এলাকা ‘বিহাস’- এ নিজ বাড়িতেই বসবাস করছিলেন।
তাঁর পরিবারের সদস্যরা জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য হাসান আজিজুলের মরদেহ মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে আনা হবে। বাদ জোহর জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।