UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই

ঊষার আলো
আগস্ট ৩০, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হৃদরোগে আক্রান্ত প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছে।রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।গত ৩১ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব গুহ। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই সাহিত্যিক। ওই সময় ৩৩ দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। এ ছাড়া তার লিভার ও কিডনিতেও সামান্য সমস্যা ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।

বুদ্ধদেব গুহর সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। এরপর ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘আয়নার সামনে’ ‘বাবলি’র মতো উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। ‘হলুদ বসন্ত’ উপন্যাসের জন্য ১৯৭৭ সালে আনন্দ পুরস্কার পেয়েছিলেন তিনি।

(ঊষার আলো-আরএম)