UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদিন সাইকেল চালালে আয়ু বাড়ে!

usharalodesk
আগস্ট ২৫, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সম্প্রতি ‘জেএএমএ ইন্টারনাল মেডিসিন’ নামক জার্নালে এক শরীরচর্চা সম্পর্কে গবেষণাপত্র ছাপা হয়েছে। তাতে বলা হয়, এটি আয়ুর বৃদ্ধিতে সাহায্য করে থাকে।

আর এই ব্যায়ামটি আর কিছুই নয়— সাইকেল চালানো। তবে সাইকেল চালালে কেন আয়ু বাড়ে?

গবেষণাপত্রটি বলা হয়, যারা নিয়মিত সাইকেল চালান, তাদের ডায়াবেটিস কিংবা হৃদরোগের মতো সমস্যাগুলো কম হয়।

ডায়াবিটিস এমন একটি অসুখ, যা ধীরে ধীরে আয়ু কমিয়ে দেয়। নিয়মিত সাইকেল চালালে সেই রোগের আশঙ্কা অনেকটাই কমে, ফলে বাড়ে আয়ু।

‘জেএএমএ ইন্টারনাল মেডিসিন’ নামক জার্নালে প্রকাশিত হওয়া গবেষণাপত্রটি বলছে যে, শুধু শরীরচর্চা হিসেবে নয়, যারা কাজের প্রয়োজনে প্রতিদিন সাইকেল চালান, তাদের আয়ুও বাড়ে।

এ গবেষণাটির জন্য প্রায় ৭ হাজার মানুষকে বেছে নেওয়া হয়েছিল। তারা প্রত্যেকেই ডায়াবিটিসের সমস্যায় ভুগছিলেন। প্রায় ৫ বছর ধরে তাদের নিয়মিত সাইকেল চালাতে বলা হয়।

দেখা যায়, ৫ বছর ধরে নিয়মিত সাইকেল চালানোর ফলে তাদের ডায়াবেটিসের মাত্রা অনেক কমে গেছে।

সেখান থেকেই বিজ্ঞানীদের মত, পাঁচ বছর ধরে প্রতিদিন নিয়মিত সাইকেল চালালে ডায়াবেটিসের মাত্রা প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। আর তার ফলেই বাড়ে আয়ু।

কিন্তু প্রতিদিন কতটা সাইকেল চালাতে হবে। তার স্পষ্ট উত্তর না দিলেও গবেষকরা বলেন, প্রতিদিন আধা ঘণ্টা সাইকেল চালানো ভাল। এতে করে ২৯৮ থেকে ৩৭২ ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে।

ওই পরিমাণ ক্যালোরি ঝরলে লাভ হয় হৃদযন্ত্রের, আর এতে কমে হৃদরোগের আশঙ্কাও।

(ঊষার আলো-এফএসপি)