UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের দায়ে গ্রেফতার ১

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সি সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আজিজনগরের ইসলামপুরের সন্দীপ পাড়া নামক এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সিদ্দিকুর সন্দীপ পাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে। আজিজনগরের চাম্বি মফিজ বাজারের একটি হোটেলে কাজ করেন তিনি।

এলাকাবাসীরা জানায়, ভুক্তভোগী বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী। তার ছেলে এবং ছেলের বউ সরকারি চাকরিজীবী। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও মায়ের জন্য খাবার তৈরি করে দিয়ে তাকে বাসায় রেখে অফিসে চলে যায় ওই দম্পতি। এ সুযোগে সিদ্দিকুর ওই বাসায় ঢুকে ভুক্তভোগীকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। সেখানে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়।

আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহমেদ মোর্শেদ বলেন, ‘তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হবে।’

ঊষার আলো-এসএ