UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বাংলাদেশি হিসেবে নতুন ইতিহাস মুশফিকের

pial
মে ১৮, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর ক্যারিয়ারের ৮ম টেস্ট সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ লিড নিয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে ১০৫ রান সংগ্রহ করে বিদায় নেই মুশফিক।

এ ম্যাচ খেলতে নামার আগে মুশফিকের পরিসংখ্যান ছিলো, ৮০ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৩২ রান। ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মুশফিক প্রয়োজন ছিলো আর ৬৮ রান।
দেশের হয়ে গত ১৭ বছরে ৮০ টেস্ট খেলেছেন মুশফিক। ৮১তম ম্যাচে এসে ৫ হাজার রান পূর্ণ করলেন তিনি।

২০০০ সালে টেস্ট আঙ্গিনায় নিজেদের পথচলা শুরু করে বাংলাদেশ। ২২ বছর পর দেশের প্রথম কোন ব্যাটার ৫ হাজার রানের দেখা পেল। ১৯৩৮ সালে টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম ৫ হাজার রান পূর্ণ করেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান। আর বিশ্ব ক্রিকেটের ৯৯তম খেলোয়াড় হিসেবে ৫ হাজার রানের কীর্তি গড়লেন মুশফিক।

মুশফিকের মত ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার প্রয়োজন মাত্র ১৯ রান। আর চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ৫ হাজার রান করতে তামিমের দরকার ছিলো ১৫২ রান।

(ঊষার আলো-এফএসপি)