UsharAlo logo
মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

usharalodesk
মার্চ ২৭, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অভিনন্দন জানিয়ে লেখা এক চিঠিতে ইমরান খান এ আমন্ত্রণ জানান। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যত দ্রুত সম্ভব পাকিস্তানে সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

আমি বিশ্বাস করি যে, তার ফলে আমাদের ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্কের মধ্যে  নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ এই চিঠিটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছে। ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এবং আমার সরকার পাকিস্তানের জনগণের পক্ষ হতে গণপ্রজাতন্ত্রী বাংলদেশের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানাতে পেরে আন্তরিকভাবে আনন্দিত।’

(ঊষার আলো-এফএসপি)