UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নির্দেশে সাড়ে ৯৭ হাজার কৃষক পাবে নগদ সহায়তা

ঊষার আলো
মে ৭, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়ে ৯৭ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ কয়েক দিনের খরায় বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার (৯ মে) প্রধানমন্ত্রী এ সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। রবিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করবেন। এর পরেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কৃষকদের মোবাইল ফোন নাম্বারে সহায়তার অর্থ পাঠানো হবে।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কৃষি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের তালিকা করার পর সেগুলো যাচাই-বাছাই করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ৯৭ হাজার ৫৯৫ জন কৃষকের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা দেয়া হবে। এ কর্মসূচি উদ্বোধনের তিন দিনের মধ্যেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ কৃষকদের কাছে টাকা পৌঁছে যাবে।
ওই কর্মকর্তা জানান, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং গাইবান্ধাসহ ছয় জেলার কৃষকরা এ টাকা পাবেন। এতে সরকারের মোট ২৫ কোটি টাকা ব্যয় হবে।
নগদ সহায়তার টাকা মোবাইল ব্যাংকিং চ্যানেল নগদের মাধ্যমে ৫০ শতাংশ, বিকাশে ৩০ শতাংশ এবং রকেটের মাধ্যমে ২০ শতাংশ বিতরণ করা হবে। এজন্য আর্থিক সেবাদানকারী এই তিন কোম্পানি প্রতি লেনদেনে ০.৬ শতাংশ কমিশন পাবে।
সূত্র জানায়, করোনাভাইরাস এবং প্রাকৃতিক দুর্যোগের দ্বিতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে এসব জেলায় কৃষি খাতকে সক্রিয় রাখতে সরকার নগদ সহায়তা দিচ্ছে।
এর আগে গত ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২৮ লাখ স্বল্প আয়ের পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন। ইতোমধ্যে ওই অর্থ সুবিধাভোগীদের হাতে পৌঁছেছে।

(ঊষার আলো-এমএনএস)