UsharAlo logo
বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক

usharalodesk
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় ৬ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করেন।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানান তারা। দাবি ছিল, চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের। পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার সঙ্গে।

নেতারা বলেন, নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অর্ডার নিয়ে বিকল্প দেশে চলে যাবেন বিদেশি ক্রেতারা। এ সময় ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঊষার আলো-এসএ