UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি ঘোষণার সিদ্ধান্ত

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের উদ্যোগে ১৯ হেয়ার রোডের ‘বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন’কে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করার কার্যক্রম শুরু করেছে প্রত্মতত্ত্ব অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে প্রধান বিচারপতির বাসভবনে কিছু ক্ষতি হয়। এর প্রেক্ষিতে, প্রধান বিচারপতি এই ঐতিহাসিক স্থাপনাটি স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে এই স্থাপনাটির সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুরাকীর্তি আইন-১৯৬৮ অনুযায়ী, বাসভবনটির মালিকানা ও ব্যবহার স্বত্ব বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে থাকবে। এর মাধ্যমে এটি জনমানসে জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যত প্রজন্ম এই স্থাপনার ইতিহাস সম্পর্কে সচেতন হবে।

২৫ সেপ্টেম্বর প্রধান বিচারপতির সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রত্মতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ঐতিহাসিক এই স্থাপনার গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

প্রত্মতত্ত্ব অধিদফতর ৬ অক্টোবর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশনা পায়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর ঢাকায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য যে আবাসিক ভবনগুলো নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে ১৯ হেয়ার রোডের বাসভবন অন্যতম।