UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফজলে করিম এমপি’র ৬৮তম জন্মদিন উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল

pial
নভেম্বর ৮, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী’র ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে খতমে কোরআন, দোয়া মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

নোয়াপাড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল মিয়া নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন।

মো: বাবুল মিয়া তার বক্তৃতায় বলেন, আমাদের আপনাদের প্রিয়নেতা রাউজানের ৭ লক্ষ মানুষের অভিভাবক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৮তম জন্মদিনে সকলে দোয়া করবেন। যাতে আমরা একে অপরে সমতলে সুখে শান্তিতে এবিএম ফজলে করিম চৌধুরীর এই নৌকার মধ্যে সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারি। যোগ্য পিতার যোগ্য সন্তান, তারুণ্যের প্রতীক ফারাজ করিম চৌধুরীর জন্যও আপনারা দোয়া করবেন। যাতে তিনি আগামীদিনে রাউজানের নেতৃত্ব দিতে পারেন।

এই সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)