UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফাইজারের আরও ২৫ লাখ টিকা এলো ঢাকায়

ঊষার আলো
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় মালদ্বীপিয়ান এয়ারে এ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পোঁছায় বলে জানা গেছে।

এসময় টিকাগুলো বুঝে নিতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি এবং বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এর পূর্বে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ ও ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আজকে আসা ২৫ লাখ ডোজ টিকা নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা এলো দেশে ।

(ঊষার আলো-আরএম)