UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

usharalodesk
জুলাই ৪, ২০২১ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফিলিপাইনে সামরিক বাহিনীর ১ টি বিমান রানওয়েতে নামতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। আজ রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পার্বত্য শহর পটিকুলের বাংকাল গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
ওয়াশিংটনের ওই প্রতিবেদনে আরো বলেছে, সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, তাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বারতে পারে বলে শঙ্কা রয়েছে।
ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা এ বাপারে বলেছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বিমানটিতে মোট কতজন ছিল, সে ব্যাপারে কোন তথ্য জানাননি তিনি।
তিনি বলেন, বিমানটি দক্ষিণ ক্যাগান দে ওরো শহর থেকে সৈন্য পরিবহন করছিল। এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি রানওয়ে মিস করেছে এবং শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)