ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেই ইসমাইল হানিয়া সাক্ষাৎ করেছেন। ৫ বছর পর জনসম্মুখে এটা তাদের প্রথম সাক্ষাৎ।
আল আরাবিয়ার খবরে বলা হয়, আলজেরিয়ার স্বাধীনতা দিবসে এই দু’নেতা বিরল সাক্ষাতে মিলিত হন।
আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে মঙ্গলবার (৬ জুলাই) বলা হয়, বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খবরে এটাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করা হয়। পূর্বে এই দুই নেতা ২০১৬ সালের অক্টোবরে কাতারের রাজধানী দোহায় মুখোমুখিভাবে সাক্ষাৎ করেছিলেন।
আব্বাসের নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ ফাতাহ পার্টি ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরকে নিয়ন্ত্রণ করে। ২০০৭ সালের পর নির্বাচন নিয়ে হামাসের সাথে তাদের সম্পর্কচ্ছেদ হয়। ওই বছরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়।
(ঊষার আলো-এফএসপি)