ফুলতলায় ফারুক মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম। এ সময় তার মটরসাইকেলটি অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা। সে ফুলতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বর ও যুবলীগ নেতা ছিলেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলতলার বেজের ডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলতলার ভারপ্রাপÍ কর্মকর্তা (ওসি) মো: জেল্লাল হোসেন জানান, বেজার ডাঙ্গা এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা শুনে পুলিশ সেখানে উপস্থিত হয়। সেখানে ফারুক মোল্লার নামে এক ব্যক্তিকে কুপিয়ে তার মটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
ফুলতলার থানার ইন্সপেক্টর ( তদন্ত) মো: মনিরুজ্জামান খান বলেন, আমরা জানতে পারি বেজের ডাঙ্গা রেললাইনের পাশে এক ব্যক্তিকে কে বা কারা কুপিয়ে রেখে চলে যায়। ঘটনাস্থল এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এলাকাবাসী জানায়, লোকটি নাম ফারুক মোল্লা ফুলতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বর ও যুবলীগ নেতা ছিলেন। তার মটরসাইকেলটিও অগ্নিসংযোগ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নন। আহত ব্যক্তি ফুলতলা উপজেলা পয়গ্রাম এলাকার বাসিন্দা মৃত হাসেন মোল্লার পুত্র।
ঊআ-বিএস