UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফের পেছালো ডুয়েটের ভর্তি পরীক্ষা

usharalodesk
আগস্ট ১৭, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষা আবারও পেছানো হয়েছে।

নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসাথে আবেদনপত্র জমাদান ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমাও বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ডুয়েট ভর্তি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।

তার আগে ১১ ও ১২ জুলাই ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি ও অনেক শিক্ষার্থীর ফল না পাওয়ার প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে করোনা প্রাদুর্ভাব না কমার ফলে তা আরও দুই মাস বাড়িয়ে আগামী ৫ ও ৬ সেটেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন ভর্তি পরীক্ষার দিনক্ষণ আরেক দফায় বাড়ানো হল।

ভর্তি আবেদনের এবং প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা। যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর বিকেলে ৪টা। ভর্তি পারীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর আর ফল প্রকাশ ১০ অক্টোবর বিকেলে ৪টা।

(ঊষার আলো-এফএসপি)