UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে মাংকিপক্স রোগী শনাক্ত ৫১ জন

pial
জুন ৫, ২০২২ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিশ্বজুড়ে মাংকিপক্সের সংক্রমণ দিন দিন বাড়ছে। বিশেষত ধনী পশ্চিমা দেশগুলোতে এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। ফ্রান্সে এখন পর্যন্ত ৫১ জনের শরীরে মাংকিপক্স শনাক্ত হয়েছে।

এছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইতালিসহ ইউরোপের নানা দেশে এই রোগী পাওয়া গেছে। ফ্রান্সে গত মাসে প্রথম মাংকিপক্স রোগী শনাক্ত হয়। গত বুধবার (১ জুন) দেশটিতে রোগীর সংখ্যা ছিল ৩৩ জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

ফ্রান্সের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, মাংকিপক্সে আক্রান্তদের সবাই পুরুষ। আর তাদের বয়স ২২-৬৩ বছরের মধ্যে।
তবে আক্রান্তদের মধ্যে শুধু একজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শুক্রবার (৩ জুন) বলেছে, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া ২১ জনসহ বিশ্বব্যাপী মাংকিপক্সে আক্রান্ত ৭০০ জনেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।

গত সপ্তাহে ফরাসি স্বাস্থ্যমন্ত্রী ব্রিজিট বোরগুইগনন জানিয়েছেন, কর্মকর্তারা মাংকিপক্সকে “প্রকোপ” আকারে আশা করেননি ও তাদের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুদ রয়েছে। স্বাস্থ্য কর্মীসহ প্রাপ্তবয়স্ক কেউ যদি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসেন তাহলে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।

(ঊষার আলো-এসএইস)