UsharAlo logo
সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্ল্যাট লিখে না দেয়ায় প্রবাসী স্বামীর হাতে আওয়ামী লীগ নেত্রী খুন

ঊষার আলো
এপ্রিল ২৪, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফ্ল্যাট লিখে না দেয়ায় প্রবাসী স্বামীর বটির আঘাতে খুন হলেন আওয়ামী লীগ নেত্রী উমামা বেগম কনক (৫২)। উমামা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের একজন সাবেক নেত্রী।

গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার এক ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত আসামী ওমর ফারুককে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন, ওমর কয়েক বছর পূর্বে জাপান থেকে ফিরে আসেন। পরে তিনি ডিওএইচএসের সেই ফ্ল্যাটটি স্ত্রীসহ তার নিজের নামে মালিকানায় ক্রয় করেন। এর মধ্যে উমামা তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে অন্য আত্মীয়-স্বজনদের দিয়ে ব্যবসার নামে বিনিয়োগ করেন। তবে ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে সে টাকা তিনি আর ফেরত দেননি। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতের দিকে ওমর উমামাকে ফ্ল্যাটের অংশ তার নামে লিখে দিতে বলেন। রাজি না হওয়ায় ওমর রান্নাঘর থেকে বটি এনে উমামাকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। স্বজনরা পরে উমামাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতেই মারা যান তিনি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)