UsharAlo logo
সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় হিমাগার থেকে ফের এক লাখ ডিম উদ্ধার

ঊষার আলো
মে ১৯, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ায় কোল্ড স্টোরেজে অবৈধভাবে মজুদ করা আরও এক লাখ ডিম উদ্ধার হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে এ ডিমগুলো উদ্ধার করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে কোল্ড স্টোরেজ ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার ডিম বাজারজাত করা হয়।

এছাড়া অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে বাজারজাত করতে মুচলেকা নেওয়া হয়।

বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৫ মে কাহালুর মুরইলে আফরিন কোল্ড স্টোরেজ নামে হিমাগার থেকে প্রায় পাঁচ লাখ ডিম উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

ঊষার আলো-এসএ