UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সাবেক এমপি শাহাদারা মান্নানের এপিএস গ্রেফতার

usharalodesk
নভেম্বর ২, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক এমপি শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অসীম কুমার বগুড়া জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, অসীম কুমার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ফুলছড়ির বালাসী এলাকা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, অসীম কুমারকে গ্রেফতারে বগুড়ার পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে আসছিল। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অসীম কুমারের অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে বগুড়ার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ঊষার আলো-এসএ