UsharAlo logo
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

usharalodesk
মার্চ ১৭, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করেছে। আজ ১৭ মার্চ বুধবার সকালে বগুড়া সদরের কৈচড় বাজারে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউল হক।
এ সময় বক্তৃতা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর আমীর হামজা, চেয়ারম্যান শফিকুল ইসলাম।
বগুড়া জেলায় এ বছর ১ লাখ ৫৩ হাজার পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। মার্চ এপ্রিল, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই ৫ মাস চাল বিতরণ কার্যক্রম চলবে। জেলাতে ১২ উপজেলায় ২৮৩ জন ডিলার চাল বিতরণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

 

(ঊষার আলো- এম.এইচ)