UsharAlo logo
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা

usharalodesk
মার্চ ১৭, ২০২১ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শুরু হয়েছে মুজিব শতবর্ষ উদযাপন। ১৭ মার্চ মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে চোখ জুড়ানো আতশবাজী ও ফানুস উড়িয়ে মুজিব শতবর্ষের প্রথম ক্ষণটি উদযাপন করেছে আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন।
এদিকে, লাল-সবুজের রঙের এমন মন মাতানো আলোকসজ্জায় ফুটে উঠেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাটি। গুরুত্বপূর্ণ স্থাপনায় এই আলোর মেলা জানান দিচ্ছে জাতির জনকের নেতৃত্বে ৫ দশক আগে হানাদার বাহিনীকে পরাজিত করে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বরণ করে নিতেই রাজধানীকে সাজানো হয়েছে এমন বর্ণিল সাজে। উৎসবকে ঘিরে সকল অনুষ্ঠানের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। ১০ দিন ব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা রুখে দিতে রাত দিন মহড়ায় ব্যস্ত র‌্যাব-পুলিশের সদস্যরা।
র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন জানান, ‘জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস জল-স্থল-আকাশ পথে ত্রিমাত্রিক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভাগ করে টহলে ব্যস্ত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বিষ্ফোরক শনাক্তকরণে বিভিন্ন ডিভাইসের পাশাপাশি রাখা হয়েছে ডগ স্কোয়াডও। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

(ঊষার আলো-এম.এইচ)