UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে এরশাদ আলী ও শিপইয়ার্ড চ্যাম্পিয়ন

koushikkln
জুলাই ২৮, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন দল এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ চ্যাম্পিয়ন দল শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২৮ জুলাই বৃহস্পতিবার খালিশপুর নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে থানা শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী এ খেলার সমাপনী ও ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলায় আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হন এবং রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হন। টিইও শেখ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহঃ থানা শিক্ষা অফিসার দিপ্পল বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন সহঃ জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, যোদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন সহঃ থানা শিক্ষা অফিসার সর্ব কামরুন্নাহার, ফিরোজা সুলতানা, রেক্সোনা আক্তার, নূর-এ-লায়লা, মঞ্জুরুল আলম, নাজমা ইয়াসমিন, প্রধান শিক্ষক সর্ব মানস কুমার রায়, জাহাঙ্গীর আলম, অশোক মন্ডল, জি.এম. হুমায়ুন কবীর, মোঃ মুনির হোসেন, এলিজা পারভীন, শওকত আলী, প্রশান্ত রায়, জমির উদ্দিন তালুকদার, সহঃ শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান, তরিকুলি ইসলাম, এমকে জামান, মোস্তাফিজুর রহমান, শফিউর রহমান, গোফরান, ফাল্গুনী সাহা, তাহমিনা বেগম প্রমুখ।