UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কপিলমুনি চ্যাম্পিয়ন

usharalodesk
জুন ২০, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (২০ জুন)  বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় গোল শূন্যভাবে ড্র হয়। পরে টাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। টাইবেকারে চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-২ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় কপিলমুনির গোল রক্ষক রায়হান। ম্যান অব দ্যা সিরিজ হয় চাঁদখালীর সোহাগ। সেরা ক্ষুদে দর্শক মনোনীত হয় শিশু মালিহা ইসলাম ও তাহিয়া ইসলাম। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রনজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, এ্যাডঃ মনজুরুল হাসান, শেখ মিনার হোসেন, রমজান হুসাইন রাব্বি, মফিজুল ইসলাম, শাহীনুর রহমান, জামিলুর রহমান রানা, আশরাফুল ইসলাম টুটুল, আব্দুস সাত্তার ও মাগফুর রহমান। ধারাভাষ্যে ছিলেন নুরুজ্জামান টিটু ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।