UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন নব নিযুক্ত ভারতীয় হাই কমিশনার

koushikkln
অক্টোবর ২৭, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: বাংলাদেশে নব নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় (২৭ অক্টোবর) ২০২২ তারিখে হাই কমিশনার প্রণয় ভার্মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মহামান্য জনাব মোঃ আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাতের সময় হাই কমিশনার ভার্মা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতিকে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানান। হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার জন্য কাজ করতে তার প্রচেষ্টা থাকবে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করতে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তিনি উন্মুখ।

মহামান্য রাষ্ট্রপতি হাই কমিশনারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় চলমান দৃঢ় উন্নয়ন আগামী সময়ে আরও জোরদার হবে।

ঊআ-বিএস