UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বজ্রপাতে উত্তরাখন্ডে ২৬টি ছাগলের মৃত্যু

usharalodesk
মে ২৪, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডে বজ্রপাতে ২৬টি ছাগলের মৃত্যু হয়েছে। রাজ্যের উত্তরকাশি জেলায় বুধবার (২৪ মে) এ ঘটনা ঘটেছে।

ভারতের দুর্যোগ অপারেশন সেন্টারের কর্মকর্তাদের মতে, উত্তরকাশীর ভাটওয়াড়ি ব্লকের কামার গ্রামের টোকের কাছে জঙ্গলে ছাগলগুলো চরাতে নিয়ে যাওয়া হয়েছিল।

মারা যাওয়া ২৬টি ছাগলের মধ্যে ১৯টি রাখাল মহেন্দ্র সিংয়ের, দুটি হুকম সিংয়ের এবং পাঁচটি ছাগল নারায়ণ সিংয়ের বলে জানিয়েছেন অপারেশন সেন্টারের কর্মকর্তারা।

এদিকে বজ্রপাতে ছাগলের মৃত্যুর খবর পেয়ে রাজস্ব দলসহ পশুসম্পদ অধিদপ্তরের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঊষার আলো-এসএ