UsharAlo logo
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রপাতে কিশোরগঞ্জে এক কৃষকের মৃত্যু

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কিশোরগঞ্জে বজ্রপাতে বিল্লাল মিয়া (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হন। মৃত কৃষক বিল্লাল মিয়া একই ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের চন্দ্রপুর হাওরের দুলিয়ারবন্দ এলাকায় বুধবার (৩১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকজন কৃষক হাওরের জমি থেকে মিষ্টিকুমড়া সংগ্রহ করছিলেন। আকষ্মিক বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে পুড়ে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল। সাজেদুল (৩৫) নামে আরেক কৃষক এ সময় দগ্ধ হন। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)