UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রপাতে শ্রমিক কিশোরের মৃত্যু

pial
মে ২০, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : নওগাঁর সাপাহারে ধান কেটে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সাজেদুল নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পূর্ব করমুডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রামের পাশের রাস্তায় এ মর্মান্তিক বজ্রপাতের ঘটনা ঘটেছে।

সাজেদুলের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাজেদুল অন্যান্য শ্রমিকদের সাথে মাঠে ধান কাটছিল। মাঠ থেকে সকল শ্রমিকদের সাথে বাসায় ফেরার পথে সন্ধ্যায় হঠাৎ আকাশে মেঘের গর্জন ও বৃষ্টিপাত শুরু হয়।

এসময় মাঠ থেকে ফেরা সকল শ্রমিক দ্রুতগতিতে বাসার উদ্দেশে রওয়ানা হয়ে গ্রামের কাছাকাছি পৌঁছালে বজ্রপাত ঘটে। সকল শ্রমিক নিরাপদে থাকলেও সাজেদুল বজ্রপাতের ঝলকানিতে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঊষার আলো-এসএইস)