UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বটতলায় বসে থাকা নারীর কাছে মিলল ৭ হাজার পিস ইয়াবা

ঊষার আলো
এপ্রিল ৩, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বটগাছের নিচে বসে থাকা এক নারীকে তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সরকারি পরিচালক এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে নতুনহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের জগবন্ধু ডেকোরেটরের সামনের বটগাছের নিচে গোল চত্বরে বসা অবস্থায় কল্পনাকে ঘেরাও করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কল্পনা বেগম দীর্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছেন জানিয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঊষার আলো-এসএ