UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ রয়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাওয়ালপিন্ডিতে আলোকস্বল্পতার কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা। সোমবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে দেয় টাইগার বোলাররা।

এতে ইতিহাস তৈরি করতে বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্য স্থির হয়। সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগের এই ম্যাচে রেকর্ড করেন হাসান মাহমুদ।

নিজের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের রেকর্ড করেন তিনি। অন্যদিকে নাহিদ রানা ৪ উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।