ঊষার আলো রিপোর্ট : রাঙামাটির কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের ব্যারাকের একটি ঘর বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ভোর রাতে লোকালয়ে ঢুকে এ তাণ্ডব চালায় বন্যহাতির একটি দল। কাপ্তাই পুলিশ সার্কেল অফিস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সোমবার রাত ২টার দিকে কাপ্তাই পুলিশ সার্কেলের ব্যারাকে ৩টি বন্যহাতি ঢুকে পড়ে। তার মধ্যে ১টি হাতি এক পুলিশ সদস্যের কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে জিনিসপত্র তছনছ করে ফেলে এবং ব্যারাকঘর ভাঙচুর করে। তবে ওই সময় পুলিশ সদস্য কাপ্তাই নতুনবাজার এলাকায় স্বপরিবারে বসবাস করায় কক্ষে কেউ ছিলেন না। পরে খবর পেয়ে হাতি তাড়ানোর জন্য কাপ্তাই বানৌজা শহিদ মোয়াজ্জেম ঘাঁটি হতে একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিগুলোকে তাড়িয়ে দেয়।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন বলেন, বন্যহাতিগুলো খাবারের সন্ধানে প্রায় সময় লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। যে কোনো মুহূর্তে ওই এলাকায় ফের ঢুকতে পারে হাতি।
ঊষার আলো-এসএ