UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন জবি শিক্ষকরা

ঊষার আলো
আগস্ট ২৪, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও অন্যান্য খাতে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা।
শুক্রবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

শিক্ষক সমিতি সূত্রে জনা যায়, এই অর্থের ৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ অর্থ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরবর্তী দুর্গত এলাকার মানুষের সহায়তায় ব্যয় করা হবে। বন্যা কবলিত এলাকার শিক্ষকদের সমন্বয়ে এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জবিস্থ বিভিন্ন ছাত্রকল্যাণকে নিয়ে তালিকা করে পুনর্বাসন কার্যক্রম চালানো উচিত হবে বলে সভায় উপস্থিত কিছু শিক্ষক মত দিয়েছেন। যাতে ক্ষতিগ্রস্ততরা বেশি উপকৃত হয়।

এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তা হিসেবে দেবো। এর মধ্যে ৫০ শতাংশ অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ বন্যা কবলিত এলাকার জনগণের সহায়তায় দেওয়ার ঘোষণা দেন।

এদিকে বৃহস্পতিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যা কবলিত এলাকার জন্য ত্রাণ সামগ্রী ও অর্থ সংগ্রহ করছে। ইতোমধ্যে জবি শিক্ষার্থীরা কয়েকটি টীম ফেনী ও কুমিল্লাতে পৌঁছে ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজ পরিচালনা করছে। বন্যা পরবর্তী সময়ে ব্যাপক আকারে ত্রাণ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

ঊষার আলো-এসএ