UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যার প্রভাবে দুই জেলায় ৫৬ হাজার একর জমির আউশে ক্ষতি

ঊষার আলো
জুন ২১, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :বন্যার প্রভাবে কুড়িগ্রাম ও নীলফামারীতে ৫৬ হাজার একর জমির আউশ ধানের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।মঙ্গলবার (২১ জুন) সচিবালয়ে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, অস্বাভাবিক বৃষ্টির কারণে সিলেটে পানি এসেছে। সেখানে তেমন কোনো ফসল ছিল না। পতিত অনেক জমি ছিল। তবে সিলেটে ২২ হাজার হেক্টর জমির ক্ষতি হয়েছে। আর সুনামগঞ্জ, হবিগঞ্জ মিলে প্রায় ২৮ হাজার হেক্টর জমির আউশ ধান নষ্ট হয়েছে।

‘আজ খবর পাচ্ছি কুড়িগ্রাম, নীলফামারী, এসব এলাকায় যে পানি আসছে, এতে ৫৬ হাজার একর জমির ক্ষতি হচ্ছে। অর্থাৎ আউশ ধান আক্রান্ত হয়েছে। পানি ক্রমেই সমতল ভূমিতে আসছে। আরও আসলে (পানি) আউশ ক্ষতিগ্রস্ত হবে’- বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আমরা বীজ রাখার প্রস্তুতি রেখেছি। একেবারে যদি নষ্ট হয়েই যায়, তাহলে লেস ফটো সেনসিটিভ জাত বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছি।

ঊষার আলো-এসএ