ঊষার আলো ডেক্স : সিলেটে প্রায় ৫৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। এছাড়াও প্রায় দুইশ শিক্ষাপ্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ফলে জেলার অন্তত সাড়ে সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার (১৭ মে) রাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছিল যা এখনো চলছে। একই সাথে উজান থেকে নামছে ঢল। যার ফলে সিলেটের নিম্নাঞ্চল এবং মহানগরীর প্রায় অর্ধেক এলাকা এখন বন্যা কবলিত।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, বন্যার পানি ঢুকে মহানগরীসহ সিলেট জেলার সাড়ে পাঁচশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। তবে সরকারিভাবে স্কুল-কলেজ-মাদরাসা বন্ধের কোনো নির্দেশনা আসেনি। জেলার শিক্ষা কর্মকর্তারা বলছেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরো বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও পানি নামার সময় আরো কিছু উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের একই দশা হতে পারে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে আরো জানা গেছে, জেলায় ১ হাজার ৪৭৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বুধবার (১৮ মে) দুপুর পর্যন্ত ৪০০টি পানিতে প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ এবং কোম্পানীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।
(ঊষার আলো-এসএইস)