UsharAlo logo
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষায় ভেজা জুতা পরে থাকা মানেই স্বাস্থ্যঝুঁকিতে থাকা

usharalodesk
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বর্ষায় ভেজা জুতা পরে থাকা মানেই স্বাস্থ্যঝুঁকিতে থাকা। আর বর্ষাকালে ভেজা জুতা দীর্ঘক্ষণ পরে থাকলে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন আপনি। এতে আপনার জীবনের ঝুকিঁও বেড়ে যেতে পারে। কারণ বর্ষা চলমান। কিন্তু বর্ষা বলে কি আপনি অফিসে যাবেন না, তা তো হয় না। নাকি অফিস শেষে বাসায় ফিরবেন না কিংবা বিকাল হলে বাইরে বের হবেন না?—কোনোটাই নয়। বর্ষা হোক বা প্রখর রোদ— কাজে যাওয়া বাধ্যতামূলক। সেই সঙ্গে বিকাল হলে একটু বাড়ির বাইরে বের হওয়াও কিন্তু মন ভালো রাখার অনন্য উপায়। আর এতেই হয় বিপত্তি।

বর্ষাকালে যখন-তখন ঘন কালো মেঘ, আবার কখনো তুমুল বৃষ্টি। ফলে স্বাভাবিকভাবেই জুতা ভেজার একটি সমস্যা থেকেই যায়। বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা ভেজা জুতা। যারাই জুতা পরে ঘর থেকে বের হন, তাদেরই এ সমস্যা। কিন্তু আপনি ভেবে দেখেছেন— এই ভেজা জুতা নিয়ে সারাদিন অফিস বা স্কুল করলে আপনার পায়ের কী দশা হতে পারে? এমনিতেই বর্ষায় যে কোনো সংক্রমণ বৃদ্ধি পায়। ভেজা জুতা পরে থাকলে পায়ে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যেতে  পারে।

তাই এ সমস্যা এড়াতে আজকের প্রতিবেদন। আজ আপনি এমন কিছু স্মার্ট টিপস জানবেন, যা আপনার ভেজা জুতা ৫ মিনিটেই শুকিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন যদি আপনার পা ভেজা জুতায় থাকে, তাহলে তা শুধু আপনার পায়েরই ক্ষতি করে না; বরং আরও অনেক রোগের কারণ হতে পারে।

জেনে নিন কীভাবে আপনি কয়েক মিনিটের মধ্যে সহজেই আপনার জুতা শুকাতে পারবেন—

আপনার জুতা বৃষ্টিতে ভেজা। এখন আপনি একটি খবরের কাগজ ছিঁড়ে জুতার মধ্যে রাখুন। জুতার মধ্যে যতটা রাখা যায়, সেই পরিমাণেই কাগজ রাখুন। আপনি জুতার মধ্যে খবরের কাগজ রাখার সঙ্গে সঙ্গে ভিজে যাবে, যতক্ষণ না শুকনো কাগজ দেখা যাচ্ছে, ততক্ষণ এই প্রক্রিয়া করতে থাকুন। এখন জুতার মধ্যে শুকনো খবরের কাগজটি ২ মিনিটের জন্য রেখে দিন। যাতে এটি জুতার জল ঠিকভাবে শোষণ করে ফেলে। এবার জুতাগুলো অফিস ড্রায়ারের নিচে ১ মিনিট রাখুন। আপনার জুতা আগের মতো শুকিয়ে যাবে। এরপর জুতা এসিতে রেখে দিন। কিছুক্ষণ পর দেখবেন শুকিয়ে গেছে।

ঊষার আলো-এসএ