UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ২৮ জন রোগীর অপারেশন বিনামূল্যে

pial
মে ১৯, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব ২৮ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি এবং নেত্রনালীর অপারেশন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মে) দিনব্যাপী এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. মৌটুসী ইসলামের তত্ত্বাবধানে সার্জারিতে আরো অংশ নেন ডা. রুবিনা আক্তার।

মোট ২৮ জন রোগীর মধ্যে ১৬ জন পুরুষ এবং ১২ জন নারী রোগীর অপারেশন করা হচ্ছে। এদের মধ্যে ২৭ জনের চোখে ছানি ও ১ জনের নেত্রনালী অপারেশন করা হবে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচআর অ্যাডমিনিস্ট্রেশনের মোহাম্মদ আহসান হাবীব জানান, গরীব ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আগে থেকেই এ প্রক্রিয়া চলমান ছিল, সারাদেশে বিনামূল্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেই ক্যাম্পের মাধ্যমে ১২০০’র বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)